শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ২৫৫ বার

এম এ মোতালিব ভুঁইয়া :: যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও এসবের মেয়াদ যাচাই-বাছাইয়ে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি সচেতনতা বাড়াতে সারাদেশের ন্যায় দোয়ারাবাজারে শুরু হয়েছে ট্রাফিক পুলিশ সপ্তাহ। এ উপলক্ষে আজ ৬ আগষ্ট সোমবার সকালে দোয়ারাবাজার থানা পুলিশের আয়োজনে, উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে সচেতনতামুলক এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। সচেতনতামুলক নানা স্লোগানের প্লেকার্ড সহকারে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস, ওসি (তদন্ত) বেলায়েত হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরউল্ল্যাহ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী,থানার এসআই হাবিবুর রহমান,মঞ্জুরুল ইসলাম,আবু বকর সিদ্দিক,রাকিবুল ইসলাম,এএসআই হারুন রশিদ,মো:জামাল,এরশাদ মেম্বার প্রমুখ । ৫ আগষ্ট থেকে ১১আগষ্ট পর্যন্ত ট্রাফিক পুলিশ সপ্তাহ চলবে। রাস্তায় চালক,যাত্রী,পথচারী সবাইকেই আইন মেনে চলতে হবে। তা না হলে সড়ক দুর্ঘটনা কোনো ভাবেই কমানো যাবে না।বক্তারা বলেন, প্রধানত চারটি কারণে সড়ক- মহাসড়কে যানজট ও ট্রাফিক অব্যবস্থাপনা দেখা যায়। এগুলো হচ্ছে- প্রথমত, চালকদের ট্রাফিক সংক্রান্ত জ্ঞানের অভাব। দ্বিতীয়ত, যথাযথ পরিবেশের অভাব। তৃতীয়ত, ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের অভাব এবং চতুর্থত, এনফোর্সমেন্টের অভাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ