এম এ মোতালিব ভুইয়া:: দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনের নির্দিষ্ট দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে প্রার্থীদের নানামুখি নির্বাচনি প্রচার-প্রচারণা। প্রতিদিন সকাল থেকে বিরামহীন গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রার্থীদের প্রতিক সম্বলিত পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র উপজেলা। স্ব-স্ব পদে পরস্পর প্রতিদ্বন্দ্বীতায় লিপ্ত প্রার্থীরা যার-যার অবস্থান থেকে তাদের সমর্থক ভোটার কর্মিবাহিনী নিয়ে অব্যাহত নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সুর্যোদয়ের সাথে সাথে প্রার্থীরা বেরিয়ে পড়ছেন ভোটারদের দ্বারে-দ্বারে।
দলীয় নেতাকর্মী ও পরীক্ষিত সমর্থকদের বহর নিয়ে বেড়িয়ে পড়ছেন উপজেলার তৃণমূল পর্যায়ে। এসময় বিভিন্ন ইউনিয়ন সমূহে ভোটারদের বাসাবাড়ী, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান ছাড়াও সর্বস্তরের পথচারিদের নিকট নিজ নিজ পরিচয় তুলে ধরে তাদের মার্কায় ভোট প্রার্থনা করছেন।
আগামী ১০ই মার্চ দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন।নির্বাচনে দলীয় ও স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জনসহ মোট ২২জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা ডাঃআব্দুর রহিম (নৌকা) আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ তারেক (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী দেওয়ান তানবীর আশরাফী চৌধুরী বাবু স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিছ), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ(মোটরসাইকেল), জাতীয় পার্টি মনোনীত প্রাথী মোঃরেনু মিয়া (,লাঙ্গল) ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মারফত আলী পেয়েছেন আইসক্রিম প্রতিক, গুরু দাস পেয়েছেন তালা প্রতিক, রফিকুল ইসলাম পেয়েছেন চশমা প্রতিক, ,সিরাজুর রহমান পেয়েছেন টিয়াপাখি প্রতিক, আব্দুর রাজ্জাক পেয়েছেন বই প্রতিক, ফয়জুল হক পেয়েছেন টাইপ মেশিন প্রতিক, আব্দুল করিম পেয়েছেন পালকি প্রতিক, জালাল উদ্দীন আহমেদ ঘুড়ি,নুর আলী ইমরান বৈদ্যুতিক বাল্ব,হারুন মিয়া মাইকজিয়াউর রহমান গ্যাস সিলিন্ডার, নুর হোসেন আব্দুল্লাহ উড়োজাহাজ ,জাহাঙ্গীর আলম পেয়েছেন টিউবওয়েল প্রতিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালেহা বেগম পেয়েছেন ফুটবল প্রতিক, সৈয়দা পারভিন সুলতানা পেয়েছেন কলস প্রতিক, সখিনা বেগম পেয়েছেন পদ্মফুল প্রতিক, ঝর্ণা রানী দাস পেয়েছেন প্রজাপতি প্রতিক।
উল্লেখ্য উপজেলার ৯ ইউনিয়ন নিয়ে দোয়ারাবাজার উপজেলা গঠিত। ৭৭হাজার ২শত ৬২জন নারী এবং ৭৬ হাজার ৯শত ৬৭ জন পুরুষসহ মোট ভোটার রয়েছেন এক লাখ ৫৪ হাজার ২শত ২৯ জন।