স্টাফ রিপোর্টার:: দোয়ারাবাজারের আজমপুর খেয়াঘাট ও পুর্ব মাছিমপুর খাদ্যগুদাম এলাকা থেকে পৃথক অভিযানে চোলাই মদসহ তিনজনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ছাইদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় দোয়ারাবাজারের সুরমা নদীর পুর্বপাড় দোয়ারাবাজার হইতে আজমপুর খেয়াঘাট যাওয়ার রাস্থা হইতে ৪ লিটার চোলাইমদসহ সুনামগঞ্জ পৌরসভার হাসননগর রোড় উত্তম লাল কলোনী বর্তমান দোয়ারাবাজার সদর ইউনিয়নের মুরাদপুর (একলাছ মিয়ার বাড়ী)নিবাসী মৃত মালু লাল বেগীর পুত্র মো: মেহেদী হাসান টিপু(৩৬) ও পশ্চিম মাছিমপুর নিবাসী ফরিদ মিয়ার পুত্র মো:হাসন মিয়া(৩৩)কে আটক করা হয়।অন্যদিকে এএস আই সুমন মিয়ারনেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় দোয়ারাবাজারের পশ্চিম মাছিমপুর খাদ্যগুদামের পশ্চিমের রাস্থা থেকে ২ লিটার চোলাই মদসহ দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর নিবাসী মৃত আশাদ আলীর পুত্র মো:তোহেল মিয়া(৫০)কে আটক করা হয়েছে।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাশেম সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে ৬লিটার চোলাইমদসহ ৩ জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্বে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১)সারণী ২৪(ক)ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।