এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজারে গ্রামবাসীর বাঁধায় বাতিল হয়েছে অপ্রয়োজনীয় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। গ্রামবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও ট্রলার ঘাট হতে ধনপুর গ্রামের ভাঙা ব্রিজ পর্যন্ত অপ্রয়োজনীয় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ তদন্ত পূর্বক তা বাতিল করেছে।
চলতি মওসুমে দোয়ারাবাজার উপজেলায় হাওরের ফসল রক্ষা ৪৮টি বাঁধের মধ্যে দেখার হাওর ২৮/১ এর প্রকল্পটির কাজ শুরু হওয়ার আগে ওই বাঁধটি অপ্রয়োজনীয় বাঁধ বলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গত ২২ ফ্রেব্রুয়ারী প্রকল্পের নিকটবর্তী পাকা রাস্তা অন্তর্ভুক্ত থাকায় বাঁধ বাস্তবায়নের কোনো প্রয়োজন নেই বলে তা বাতিল হিসেবে গন্য করা হয়।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের ওই চিঠি গোপন করে স্বার্থ সংশ্লিষ্ট পিআইসি গন গত ২৬ ফ্রেব্রুয়ারী সোমবার সকালে পুলিশের উপস্থিতিতে গ্রামবাসীর বাঁধা উপেক্ষা করে এস্কেবেটর দিয়ে কৃষকদের সবজি ফসল বিনষ্ট করে অপ্রয়োজনীয় বাঁধের কাজ জোরপূর্বক শুরু করে। পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করলে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট পিআইসিকে কাজ বন্ধ করার নির্দেশ দেন।
এলাকার কৃষকরা জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ পুলিশের উপস্থিতিতে ভয় ভীতি দেখিয়ে আমাদের জমির ফসল নষ্ট করেছেন পিআইসি’র সভাপতি কৃপা সিন্ধু রায় বানু। আমরা এর ক্ষতিপুরণ চাই।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, পাইবো’র কারিগরী মতামতের ভিত্তিতে অপ্রয়োজনীয় বাঁধ চিহিৃত হওয়ায় তা বাতিল করা হয়েছে।