রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে এসএসসিতে পাশের হার ৬০.৩৮, জিপিএ৫- ১৩, দাখিলে পাশের হার ৮৭.২১ জিপিএ-৫ নেই

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৬ মে, ২০১৮
  • ৫৫৯ বার

এম এ মোতালিব ভুইয়া:: দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলায় ১৮ টি বিদ্যালয়ের ২৩শত ২০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছে ১৪শত ১জন পাশ করেছে। মোট পাশের হার ৬০.৩৮, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন পরীক্ষার্থী। এদিকে ১০টি মাদরাসার ৫২৪ জন পরীক্ষার্থী এবারের দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৫৭ জন পাশ করে। মাদরাসায় মোট পাশের হার৮৭.২১। তবে কোনো প্রতিষ্ঠানেই জিপিএ ৫ পায়নি। গড় হিসেবে উপজেলায় স্কুলের চেয়ে মাদরাসা এগিয়ে রয়েছে।
এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাশ নেই কোনো প্রতিষ্ঠানে। তবে উপজেলার সমুজ আলী স্কুল ও কলেজে মোট পরীক্ষার্থী ছিল ১২৯জন তন্মধ্যে পাশ করেছে ১১০জন। ওই প্রতিষ্ঠানের পাশের হার ৮৫ দশমিক ২৭ ভাগ। জিপিএ-৫ নেই। সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে ৩৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২৭ জন পাশ করে দ্বিতীয় স্থানে রয়েছে। জিপিএ-৫ নেই। তৃতীয় স্থানে রয়েছে উপজেলার রাগিব-রাবেয়া উচ্চ বিদ্যালয় বালিউরা। ওই প্রতিষ্ঠানের ৬৮ জন অংশ গ্রহণ করে ৫৫ জন পাশ করে। প্রতিষ্ঠানের গড় পাশের হার ৮০.৮৮। জিপিএ-৫ নেই।  অপর দিকে এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ১০টি মাদরাসার মধ্যে নরসিংপুর আদর্শ দাখিল মাদারাসায় শতভাগ পাশ করেছে। ওই প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ৪৭জন তন্মধ্যে ৪৭ জন পাশ করে। ফলাফলের দিক থেকে দ্বিতীয় হয়েছে উপজেলার কলাউড়া কাছেমিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা। এবার মোট পরীক্ষার্থী ছিল ৯৯ জন তন্মধ্যে ৯৮ জন পাশ করেছে। গড় পাশের হার ৯৮.৯৮। তৃতীয় হয়েছে পেশকারগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসা। এবার ৪৩জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করে ৪১জন। পাশের হার ৯৫.৩৪।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ