শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৩৫ বার

এম এ মোতালিব ভুঁইয়া ::
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও রজনী সুগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এক বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে, র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরোমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, সহকারী শিক্ষা অফিসার মো.আবু রায়হান প্রমুখ।

এদিকে দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া ইউনিয়নের রজনী সুগন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও শিক্ষাথীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রসন্ন দেবনাথ এর সভাপতিত্বে তালামিজের দোয়ারাবাজার পশ্চিম শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো.ইউসুফ খানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, এডভোকেট মো.আঙ্গুর মিয়া, হাজী নুরুল্লাহ তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক, কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাজাহান, রজনী সুগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সহিদ, সহকারী শিক্ষক রোকসানা বেগম, সাবেক ইউপি সদস্য কাজী নানু মিয়া, ইউপি সদস্য মো.আফিজ আলী, হবুল মিয়া, আব্দুস সোবাহান, মো.আব্দুল মতিন, মো.নুর উদ্দিন, আব্দুল বারিক খান, আবুল কালাম, সুলতান আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা আবুল লেইছ, ইছবর আলী খান, আব্দুল মতিন, ইরেন্দ্র দেবনাথ, আবদাল হোসেন, সমাজ সেবক শাজাহান মিয়া, ফরহাদ আলী, খোকা বাবু প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ