শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে অবৈধ দানব যান ট্রলি- বন্ধে নেই কোন উদ্যোগ!

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৬৯ বার

এম এ মোতালিব ভুইয়া: সারাদেশে সকল যানবাহনের কাগজপত্র চেকিংএর উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। কিন্তু দোয়ারাবাজারে অবৈধ যানবাহন বন্ধেও নেই কোন পদক্ষেপ। এমনকি কৃষিকাজে ব্যবহারের উপকরণকে যান বানিয়ে দুর্ঘটনাসহ সড়ককের বেহালদশা করে দেয়া যানবাহন বন্ধেও কোন পদক্ষেপ নিচ্ছেনা পুলিশসহ কোন প্রশাসন। পুলিশ বলছে খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া হচ্ছে। কিন্তু আদৌ এ অবৈধ যান চলাচল বন্ধ হবে কিনা তা নিয়ে সন্দিহান রয়েছে সাধারন মানুষ। কেউ বলছে ট্রলি। কেউ বা কুত্তাগাড়ী। অন্তত ১৫০টি এমন যান রয়েছে দোয়ারাবাজার উপজেলায়। এসব যানের নেই কোন রুট কিংবা রোড পারমিট। তারপরও দৈত্যাকৃতির যান চলছে ফ্রি-স্টাইলে। এ যানটি কোন রাস্তায় চলাচল করলে আর রক্ষা নেই। খানাখন্দে একাকার হয়ে যায়। দোয়ারাবাজার এলজিইডির নির্মিত পাকা-কাঁচা সড়কের বেহাল দশা করেছে এই দৈত্যাকৃতির যান। সরকারের কোটি কোটি টাকায় নির্মিত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত করে দিয়েছে এসব অবৈধ বাহন। এটি বন্ধের জন্য সোমবার দোয়ারাবাজার উপজেলায় প্রশাসনের আয়োজনে ভিশন-২০২১,এসডিজি-২০৩০ এবং নিরাপদ সড়ক বিষয়ক মতবিনিময় সভায় অবৈধ ট্রলি বন্ধের দাবী জানানো হয়েছে,জানাযায় দোয়ারাবাজার আইনশৃঙ্খলার সভায় একাধিক চেয়ারম্যান বহুবার বলেছেন। কিন্তু বন্ধ হয়নি। অভিযোগ রয়েছে এটি যারা ব্যবহার করছেন তাঁরা সবাই প্রভাবশালী। আবার অধিকাংশরা সরকারি দলের নেতা কিংবা জনপ্রতিনিধি। মানুষের অভিযোগ, বাশতলা-বাংলাবাজার-দোয়ারাবাজার,চাইরগাও-নরসিংপুর-বালিউড়া বাজার-দোয়ারাবাজার,বোগলাবাজার-দোয়ারাবাজার,বোগলাবাজার-বাংলাবাজার,লক্ষীপুর-দোয়ারাবাজারসহ উপজেলার প্রায় পাকা সড়কই খানাখন্দে একাকার করে দিয়েছে এই দৈত্যাকৃতির যান। এমন কোন ইউনিয়ন নেই যেখানকার অন্তত ৪/৫ কিমি পাকা সড়ক এই ট্রলির চাকায় ভেঙ্গে একাকার হয়নি। কিন্তু কখনও বন্ধ হয়নি এই আজব যান। রাস্তাঘাট ভাঙ্গার এ যান এখন দোয়ারাবাজার জনপদে আতঙ্ক হয়ে গেছে। এই যানের চাকায় পিস্ট হয়ে ইতোমধ্যে কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। আদৌ এ অবৈধ যান চলাচল বন্ধ হবে কিনা তা নিয়ে সন্দিহান রয়েছে সাধারন মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ