বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারের সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ীরা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৩৩০ বার

এম এ মোতালিব ভুঁইয়া :: দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকার বিশেষ করে সীমান্তবর্তী হাটবাজারগুলোতে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী চক্র। ইদানীং উপজেলার উচ্চবিত্ত, মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সী মাদকসেবীদের সংখ্যাই বৃদ্ধি পেয়েছে বেশি। এছাড়া ভারত থেকে চোরাই পথে পাচার হয়ে আসা মরণ নেশার ছুবলে ব্যবসায়ী ও যুবসমাজ ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। একটি সূত্রমতে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় পাচারকারী ভারতের খাসিয়া সমপ্রদায়ের নিকট থেকে মদ, গাঁজার বড় বড় চালান নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন বাজারগুলোতে বিক্রি করে প্রশাসনকে ফাঁকি দিয়ে রমরমা ব্যবসা করে যাচ্ছে।

কিন্তু এখনও অনুদঘাটিত রয়ে গেছে এসব চক্রের মূল হোতা, উৎস ও গন্তব্যস্থল। একটি সূত্রমতে, দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী নরসিংপুর,বাংলা বাজার, বগুলাবাজার,সুরমা ও লক্ষীপুর ইউনিয়নের প্রভাবশালী সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও মরণ নেশা ইয়াবা, হেরোইনের ব্যবসা করে আসছে বলে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি দেয়া আশু প্রয়োজন বলে এলাকার সচেতন মহল মনে করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ