দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলায় পরিবার পরিকল্পনার পেইড ফেয়ার ভলান্টারীয়ান পদে নিয়োগ পরীক্ষায় ভুল তথ্য দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিয়োগপত্রে উল্লেখ ছিল প্রার্থীর বয়স ৩০ বছর, যে ওয়ার্ডে পরীক্ষার্থী পরীক্ষা দিবে সে ঐ ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলার বেলায় ২ সন্তানের জননী হতে হবে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ভোটার আইডি কার্ড, সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গত ৮ ডিসেম্বর উপজেলা পরিষদ কার্যালয়ে ভাইবা পরিক্ষা দিয়ে নির্বাচিত হন সুরমা ইউনিয়নের গিরিশ নগর গ্রামের লুৎফুর রহমানের স্ত্রী রুহেলা বেগম। নিয়োগে অনিয়মও করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন বোগলাবাজার ইউনিয়নের বাগান বাড়ি গ্রামের শেফালি আক্তার। অভিযোগে আরো বলেন বোগলাবাজার ইউনিয়নের ১ ক ইউনিটে একটি পদের জন্য পরীক্ষায় অংশগ্রহন করেন ৪ জন প্রার্থী, আর ১খ ইউনিটে ২টি পদের জন্য পরীক্ষায় অংশগ্রহন করেন ১১ জন প্রার্থী। কিন্তু এখানে ১ এর ক ইউনিটে প্রাথী বাচাই করা হয় ২ জন আর ১ এর খ ইউনিটে প্রার্থী বাচাই করা হয় ১ জন। অভিযোগের উল্লেখ করা হয় রুহেলা বেগম ভূল তথ্য দিয়ে চাকরির নিয়োগ পেয়েছেন। নিয়োগের শর্তাবলি অনোযায়ী ভোটার আইডি কার্ড জাল করে দিয়েছেন এবং তার ব্যাক্তিগত আরো তথ্য জালিয়াতি করে নিয়োগ পেয়েছেন রুহেলা বেগম। একই ইউনিয়নের শেফালী আক্তার অভিযোগে উল্লেখ করেন রুহেলা আক্তারের তিন সন্তানও রয়েছে এবং তার জন্ম ১২ মার্চ ১৯৮২ ইং অনোযায়ী তার বয়স চলতি বছরে প্রায় ৩৬ বছর। তবে অভিযুক্ত রুহেলা বেগমের সাথে যোগাযোগ করা যায়নি।
এব্যাপারে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস বলেন, শেফালি আক্তারের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাচন অফিস তথ্য অনোযায়ী তদন্ত করে রুহেলা বেগমের ভোটার আইডি কার্ডে ভুল তথ্য পাওয়া গেছে। তার নিয়োগ বাতিলের জন্য অফিসিয়ালী ব্যাবস্থা নেয়া হবে। এবং তদন্ত রিপোর্টও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে জমা দিয়েছি।