স্টাফ রিপোর্টার: জেলার দক্ষিণ সুনামগঞ্জে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকালে দৈনিক সুনামকণ্ঠের দক্ষিণ সুনামগঞ্জ অফিসের আয়োজনে স্থানীয় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে আলোচনা সভা পরবর্তী কেক কেটে ৬ষ্ঠ প্রতিষ্টা বার্ষিকীতে দৈনিক সুনামকণ্ঠের দক্ষিণ সুনামগঞ্জ অফিসের স্টাফ রিপোর্টার হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক সোহেল তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুরিশ পরিদর্শক(তদন্ত) ইকবাল বাহার,উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশীদ আমীন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, সাংবাদিক সফিকুল ইসলাম, আলাল হোসেন রাফি, ছায়াদ হোসেন সবুজ, ইউপি সদস্য মিজানুর রহমান,উপজেলা যুবলীগ নেতা জয়ন্ত তালুকদার পুল্টন , বিজয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মনোয়ার হোসেন হিমেল প্রমুখ। পরিশেষে দৈনিক সুনামকণ্ঠের জন্মদিনে কবিতা পাঠ করেন উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ।