স্পোর্টস ডেস্ক::
সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী কিশোর ফুটবল দল রবিবার দেশে ফিরেছে। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনা দলের খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফে কর্মকর্তারা।
শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-২ গোলে পাকিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ ৯-০ গোলে মালদ্বীপকে এবং ২-১ গোলে নেপালকে পরাজিত করে। সেমিফাইনালে আগেরবারের চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজ জার্সিধারী কিশোররা।
কিশোরদের সাফে এটি বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৫ সালে সিলেটে অনুষ্ঠিত টুর্নামেন্টে (তখন ছিল সাফ অনুর্ধ্ব-১৬) বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে।