মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

দেশে ফিরেছেন সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৫৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   অনেকটা চুপিসারে দেশে ফিরেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর। ১১ জুন রাতে একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন তিনি।

বর্তমানে রাজধানীর মিরপুরে নিজের বাসাতেই অবস্থান করছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত এ সঙ্গীতশিল্পী।

দেশে ফিরে কিছুটা সময় কোলাহলমুক্ত কাটাতে চেয়েছেন। তাই ফেরার খবরটি এতোদিন কাউকে জানাননি।

এ প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেন, ‘কয়েক দিন হল দেশে এসেছি। কিছুটা সময় একান্তে থাকতে চেয়েছি। তাই পরিবারের বাইরে কাউকে জানাইনি। তাছাড়া শরীরের অবস্থাও এখন খুব বেশি ভালো নয়। ডাক্তার কড়া নির্দেশ, কোলাহলমুক্ত থাকতে হবে। সেই নির্দেশনা মেনেই চলছি।’

প্রসঙ্গত, অসুস্থ অবস্থায় গত বছর ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন এ সঙ্গীতশিল্পী।

সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই নয় মাস কেটে গেছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন এন্ড্র– কিশোর। চিকিৎসক জানিয়েছেন, কয়েক মাস পর পর নিয়মিত চেকআপ করাতে হবে তাকে। এর আগে মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলেন এন্ড্র– কিশোর। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে ফেরা হয়নি তার। অবশেষে বিশেষ ফ্লাইটে ফিরলেন দেশে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ