শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

দূর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ জেলার হিন্দু কমিউনিটি নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময়

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৩২১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ তাদের স্ব স্ব অবস্থানে থেকে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন এটাই স্বাভাবিক। ধর্ম যার যার উৎসব সবার কেননা ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে প্রতিটি ধর্মেরা মানুষ সেদিন স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আজকের স্বাধীনতা। এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে কোন জাতি গোষ্ঠি সংখ্যালঘু নয় সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবেন এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। এই দেশে সংখ্যালঘু তারাই যারা দেশে জঙ্গীবাদ সৃষ্টি করতে চায়, অশান্তি সৃষ্টি করে সমাজে বিশৃংখলা ও র্দুবৃত্তায়ন সৃষ্টি করে তাদের স্বার্থ হাসিল করতে চান তারাই সংখ্যালঘু। ”ধর্ম যার যার উৎসব সবার” এই প্রতিপাদ্য নিয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০১৮ উপলক্ষে সুনামগঞ্জ জেলা ও উপজেলার হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ পুলিশ প্রশাসনের আয়োজনে শহরের ওয়েহখালীস্থ পুলিশ লাইনের হলরুমে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলার সার্বিক বিষয়বস্তু নিয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু বিমল বণিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুনবী,ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রীমত স্বামী হৃদয়ানন্দজী,রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ও সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদার,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান রঞ্জন রায়,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ,সাধারন সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী,অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার,অতিরিক্ত পুলিশ সুপার কানন,সিনিয়র এ এস পি মোঃ মাহবুব হোসেন,এ এস পি দোলন,এ এস পি মিজান,জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সমরেন্দ্র আচার্য্য সম্ভু,ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীজুষ কান্তি ভট্রাচার্য্য,সাধারন সম্পাদক রবীন্দ্র কুমর দাস, বিশ^ম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের জীবন কৃষ্ণ দাশ,সাধারন সম্পাদক স্বপন কুমার বর্মণ,দোয়ারাবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনাধন দে,সাধারন সম্পাদক অজিত চন্দ্র দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কান্তি দাস,সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) বিপ্রেশ রায় বাপ্পী, দিরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন রায় চৌধুরী,সাধারন সম্পাদক ধনীর রায়, মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার,সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, শাল্লা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিধু ভ’ষন দাস,সদস্য সচিব তরুণ কান্তি দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার তালুকদার,সাধারন সম্পাদক জ্য্যোতিভূষন তালুকদার, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের র্ভারপাপ্ত সভাপতি সতীশ গোস্বামী,সাধারনে সম্পাদক প্রণব কুমার বণিক, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুভাষ চন্দ্র পুরকায়স্থ,সদস্য সচিব ফনী ভূষন সরকার, ধর্মপাশা জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক যতীন্দ্র চন্দ্র সরকার ও সদস্য সচিব দেবাশীষ চৌধুরী মিঠু প্রমুখ।

এছাড়া সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ  বাবু নন্দন কান্তি ধর, দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, বিশ^ম্ভরপুর থানার অফিসার ইনচার্জ   মাহবুব হোসেন,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নবগোপাল, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোঃ আবুল হাশেম, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ  মোঃ সেলিম নেওয়াজ,ধর্মপাশা  থানার অফিসার ইনচার্জ  সুরজ্ঞিত তালুকদার,দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বাবু সুশীল দাস, ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান আতিক,শাল্লা থানার অফিসার ইনচার্জ   মোঃ আশরাফ হোসেনপুলিশ সুপার কার্যালয়ের সওকত হোসেন,আবুল কালাম আজাদ,পুলিশ লাইনের মুসলে উদ্দিন,টিএমটি আকদ্দছ ডিআই ও ওয়ান আনোয়ার হোসেন মৃধাডিবি ওসি মোক্তাধিক হোসেন চৌধুরী, ডিআইও টু আব্দুল লতিফ তরফদার।   চলতি  বছর সাড়া জেলায় ৩৮৬টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৫টি র্পূজামন্ডপে দূগাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে,ছাতক উপজেলায় ৩৫টি,জগন্নাথপুর উপজেলায় ৩২টি,দোয়ারা বাজার উপজেলায় ১৬টি,বিশ^ম্ভরপুর উপজেলায় ৩০,তাহিরপুর উপজেলায় ২৯,দিরাই উপজেলায় ৬০টি,জামালগঞ্জ উপজেলায় ৪৮,শাল্লা উপজেলায় ২৬টি,ধর্মপামা উপজেলায় ১৬টি,মধ্যনগরে ২৮টি পূজামন্ডপে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২১টি দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ