রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

দুই মাস পর কারামুক্ত গয়েশ্বর

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৩৩৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
দুই মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের জামিন নিয়ে বাবু গয়েশ্বর চন্দ্র রায় ৭টা ২০ মিনিটে মুক্তি পান।” কারাফটকে গয়েশ্বরকে নিতে উপস্থিত ছিলেন তার পুত্রবধূ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ নেতা-কর্মীরা। কারামুক্ত হয়ে রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান গয়েশ্বর রায়। সোমবার সকালে বুকে ব্যথা অনুভব করলে মির্জা ফখরুল গুলশানের এই হাসপাতালে ভর্তি হন। সকালে তার এনজিওগ্রাম করা হয়। গত ৩০ জানুয়ারি রাতে গুলশানের পুলিশ প্লাজার কাছ থেকে গোয়েন্দা পুলিশ গয়েশ্বর রায়কে আটক করে। জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার আগে পুলিশের ধরপাকড়ের প্রথমেই গ্রেপ্তার হন তিনি। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় রায়ের তারিখ নির্ধারণের পর দলের নেতা-কর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন গয়েশ্বর। খালেদা জিয়ার সাজার রায় হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও দিয়েছিলেন বিএনপির এই নেতা। আটকের পর পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গয়েশ্বরকে গ্রেপ্তার দেখানো হয়।

সুত্র: বিডিনিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ