দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ আসন্ন সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন নিলাদ্রী রায় রাজু। তিনি প্রথমবারের মত কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছেন।
নিলাদ্রী রায় রাজু দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন প্রধান শিক্ষক স্বর্গীয় ননী গোপাল রায়ের ছেলে। সুনামগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক সুচিত্রা রায়ের এক মাত্র ভাই। তিনি পৌরসভার দাউদপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন এবং মেসার্স মা এন্টারপ্রাইজ এর স্বতাধিকারী।
নিলাদ্রী রায় রাজু বলেন, ১৯৯৯ সাল থেকে দিরাই পৌরসভার যাত্রা শুরু। পৌরসভার কর্যক্রম শুরু হবার এত বছর পরেও তেমন একটা উন্নয়ন মূলক কাজ চোঁখে পরেনি। আমি অনেক আগ থেকেই বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবা মূলক কাজ করে আসছি। তাই আসছে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করতে চাই। যাথে পৌরসভার ৭ নং ওয়ার্ডের উন্নয়নের গতিকে তরান্নিত করতে পারি। তাছাড়া কাউন্সিলর হিসেবে সবার সুখে, দুঃখে পাশে থাকতেই আমি নির্বাচনে আসছি।
জানা যায়, দিরাই পৌরসভা প্রতিষ্ঠার পর এবার হচ্ছে চতুর্থ নির্বাচন। প্রথম নির্বাচনে পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন নারু বণিক। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারু বণিকের মৃত্যু হলে উপ- নির্বাচনে নির্বাচিত হন দিরাই কলেজের সাবেক ভিপি বিশ্বজিৎ রায় বিশ্ব। এরপর দ্বিতীয় ও তৃতীয় নির্বাচনে বিপুল ভোটে বার বার নির্বাচিতহন এই ছাত্রনেতা। তবে চতুর্থবারের মত অনুষ্ঠিত নির্বাচনে দিরাই কলেজের সাবেক ভিপি, যুবলীগ নেতা ও বর্তমান প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব মেয়র পদে নির্বাচন করবেন বলে গুনজন উঠেছে।