স্পোর্টস ডেস্ক:: চলতি বিশ্বকাপ একের পর এক চমকের জন্ম দিয়েই যাচ্ছে। র্যাংকিং কিংবা সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এশিয়ান জায়ান্ট জাপানের চেয়ে অনেক এগিয়ে কলম্বিয়া। কিন্তু ফুটবলের বিশ্ব মঞ্চে সেসবকে থোড়াই পাত্তা দিল জাপান। হামেশ রদ্রিগেজের কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে এশিয়ার দ্বিতীয় দল হিসেবে চলতি বিশ্বকাপে জয়ের দেখা পেল সূর্যোদয়ের দেশটি।
জাপানের এই জয়ে অবশ্য কলম্বিয়ার অবদানও কম নয়। কেননা ম্যাচের প্রায় পুরোটা সময়েই দশজনের বিপক্ষে খেলেছে জাপান। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই অবৈধ হ্যান্ডবল করে সরাসরি লাল কার্ড দেখেন কলম্বিয়ার কার্লোস সানচেজ। ম্যাচের জাপানের হয়ে গোল দুটি করেন শিনজি কাগাওয়া এবং ইউয়া ওসাকো। কলম্বিয়ার হয়ে এক গোল শোধ করেন হুয়ান ফার্নান্দো কুইন্তেরো। এই জয়ের মাধ্যমে প্রথম এশিয়ান দল হিসেবে কোনো লাতিন আমেরিকান প্রতিপক্ষকে হারানোর কৃতিত্ব অর্জন করল জাপান।