মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

দলের বাইরে থাকলে শিক্ষা পাওয়া যায়

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ২৮৮ বার

স্পোর্টস ডেস্কঃ  
আল আমিন হোসেন কেন বাংলাদেশ দলে ফিরছেন না, এ নিয়ে সাধারণ দর্শকের প্রশ্নের অন্ত ছিল না। বিশেষ করে টি-টোয়েন্টিতে কেন তাঁর জায়গা হচ্ছে না এ প্রশ্নের উত্তর ছিল না কারও কাছে। পারফরম্যান্সের চেয়ে শৃঙ্খলাজনিত কারণের দিকেই বারবার ইঙ্গিত করা হয়েছে । তিন বছর পর জাতীয় দলে ফেরা এই পেসার বলছেন, ভুল থেকে শিক্ষা নিয়েছেন। ক্রিকেট বহির্ভূত কোনো কারণে আলোচিত হতে চান না আর।
শ্রীলঙ্কা সফর দিয়েই প্রত্যাবর্তনের গল্প লিখছে বাংলাদেশের ক্রিকেট। বহুদিন পর ফিরে জায়গা ধরে রেখেছেন শফিউল ইসলাম। ভারত সফরের টি-টোয়েন্টি দলেও যেমন জায়গা মিলেছে আরাফাত সানী ও আল আমিন হোসেনের। সাইফউদ্দিনের চোটে পেস আক্রমণকে বেশ দুর্বল দেখাচ্ছে। এমন অবস্থায় দলে ফেরাকে ভালো সুযোগ হিসেবেই দেখছেন আল আমিন, ‘অবশ্যই এটা ভালো সুযোগ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। শেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। দলের সঙ্গেই ছিলাম। শেষ সাড়ে তিন বছর দলের সঙ্গে ছিলাম না। এখন কোচিং স্টাফও নতুন। আমাদের পেস বোলিং ইউনিটের অনেকেই চেষ্টা করছিল। ওরা হয়তো চোটের কারণে নেই বা টিম ম্যানেজমেন্ট যা চাচ্ছে দিতে পারছে না। আমাকে একটি সুযোগ দিয়েছে। আশা করব সুযোগটি কাজে লাগানোর।’
দলে ফেরার প্রসঙ্গে দল থেকে বাদ পড়ার প্রসঙ্গও চলে আসে। ডান হাতি পেসার অতীতের কথা নিয়ে পড়ে থাকতে চান না। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে ভালো গড় ও ভালো স্ট্রাইকরেটের অধিকারী নিজের আগের ফর্মে ফিরতে চান। আপাতত এটুকুই বললেন যে ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা তাঁর আছে, ‘এটা সাড়ে তিন বছর আগে ছিল। শৃঙ্খলা বলে কিংবা অন্য কিছু—সবকিছু মিলিয়ে দলের বাইরে ছিলাম। দলের বাইরে থাকলে নিজের সমস্যাগুলো থেকে শিক্ষা পাওয়া যায়। চেষ্টা করেছি সাড়ে তিন বছরে অনেক কিছু শেখার। যে ভুলগুলো ক্রিকেটের বাইরে আগে অতীতে হয়েছে, সেগুলো আর হবে না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ