বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

দরিদ্র মানুষের কোনো দল নেই: তোফায়েল আহমেদ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ২৩২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
ভোলা সদর উপজেলার ৭ হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
দলীয় চিন্তা না করে রিলিফ দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেছেন, দরিদ্র মানুষের কোনো দল নেই। করোনার বিপদ থেকে জনগণকে মুক্ত রাখতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। সবাইকে ঘরে থাকতে হবে, সর্তক থাকতে হবে।
রোববার ভোলা সদর উপজেলার ৭ হাজার দরিদ্র পরিবারের মধ্যে ব্যক্তিগত অর্থায়নে তেল, লবণসহ খাদ্যসামগ্রী বিতরণকালে টেলি-কনফারেন্সে তোফায়েল আহমেদ এ সব কথা বলেন।
তিনি বলেন, ঘরে থাকা কর্মহীন দরিদ্র মানুষদের সাহায্য করা হচ্ছে। এদের কোনো দল নেই। ঘরে থাকা কর্মহীন দরিদ্ররা ত্রাণ পাবেন। দলীয় চিন্তা করে কেউ যেন রিলিফ বণ্টন না করে। এ ব্যাপারে সতর্ক করেন তোফায়েল আহমেদ।
এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে হবে। মনে রাখতে হবে কেউ যেন কষ্ট না পায়। করোনা একটি বিশ্ব মহামারী। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক পদক্ষেপ নিয়েছেন। আল্লাহর রহমতে এখনও পরিস্থিতি ভালো আছে। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি বলেন, করোনা প্রতিরোধে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। এই পদক্ষেপগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ।
এর আগেও তোফায়েল আহমেদের নিজস্ব অর্থায়নে সাড়ে ৫ হাজার পরিবারের ঘরে ঘরে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ দেয়া হয়ে ছিল। ১০ দিন পর দ্বিতীয় দফায় ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের হতদরিদ্র ৭ হাজার পরিবারের মাঝে তেল, আটা, লবণ ও চিনি বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ