নিজস্ব প্রতিবেদক :: জেলার দক্ষিণ সুনামগঞ্জে দরগাপাশা ইউনিয়নব্যাপী প্রবাসী ও সুধীজনের সহযোগিতায় দরগাপাশা ইউনিয়ন যুব সমাজ কল্যাণ সংস্থার আয়োজন ৫০০০ টি বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলার দরগাপাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিনের সভাপতিত্বে ও দরগাপাশা যুব সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম আহবায়ক রাজা আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন দরগাপাশা যুব সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্ঠা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, দরগাপাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবু খালেদ চৌধুরী রুবেল, ইউপি সদস্য বদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইজহার আহমদ, দরাগাপাশা যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সংস্থার আহবায়ক সৈয়দ আসাদ ও সদস্য সচিব সামছুল কবির ফখরুল প্রমুখ