নিজস্ব প্রতিবেদক::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দক্ষিণ সুনামগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন পুঞ্জের নতুন কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার পাগলা বাজারের কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দ্বি-বার্ষিক এ কমিটির শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম অধিদপ্তর ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিলেট অফিসের উপ-পরিচালক কাজী শহীদুল ইসলাম।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালামের সভাপতিত্বে ও নবগঠিত দক্ষিণ সুনামগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন পুঞ্জের সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেনের পরিচালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী।
এর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন চন্দপুর জামে মসজিদের ইমাম মাওলানা মিছবাউল ইসলাম, গীতা পাঠ করেন নবগঠিত দক্ষিণ সুনামগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন পুঞ্জের সাধারণ সম্পাদক নিকুঞ্জ সূত্রধর।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সিলেট আঞ্চলিক শ্রম অধিদপ্তরের অফিস সহকারী প্রশান্ত কুমার।
১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে স্থানপ্রাপ্তরা হলেন, সভাপতি মো. রহমত আলী, সহ-সভাপতি কাহের মিয়া, সাধারণ সম্পাদক নিকুঞ্জ সূত্রধর, যুগ্ম-সাধারণ সম্পাদক অলি আহমদ বিজয়, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মানিক, অর্থ সম্পাদক রাজা মিয়া, দপ্তর সম্পাদক আবদুল জলিল, প্রচার সম্পাদক নিপেন্ড্র সূত্রধর, নির্বাহী সদস্য আলী আহমদ ও আবদুল হাশিম। এসময় কমিটির সকল সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।