নিজস্ব প্রতিবেদক,ছায়াদ হোসেন সবুজ:: ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পাল্টে যাচ্ছে দক্ষিণ সুনামগঞ্জ থানার চিত্র। তার দক্ষতাও সময় উপযোগী পদক্ষেপের মাধ্যমে এরই মধ্যে উপজেলার সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। পুলিশি সেবা ও সুশৃঙ্খল পরিবেশ রক্ষার মধ্য দিয়ে তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন। পুলিশই জনতা জনতাই পুলিশ উনার নেতৃত্ব তার বাস্তব প্রমান। ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানাকেও ডিজিটাল রুপে রুপান্তরিত করে যাচ্ছেন তিনি। জানাগেছে, গত ০১-০৬-২০১৭ইং তারিখে দক্ষিণ সুনামগঞ্জ থানায় যোগদান করার পর থেকেই একের পর এক নানা সমস্যায় জর্জরিত থানাকে নিজ উদ্যোগে সংস্কার করে ডিজিটালে রুপ দিয়েছেন। থানায় আধুনিক হাজত খানা, কম্পিউটার ল্যাব, রেকর্ড রুম, সিসি ক্যামেরা, নারী ও শিশু বিষয়ক কক্ষ, নারী প্রতিরোধ সেল, থানা ফোর্সের বিনোদন কেন্দ্রসহ বেশ কয়েকটি কাজ নিজ উদ্বেগে সংস্কার করেছেন তিনি। এছাড়াও থানায় সাধারণ মানুষকে সর্বক্ষণিক পুলিশি সেবায় কঠোর নেতৃত্ব দিয়ে আসছেন বলে জানা গেছে। অপরদিকে তিনি দক্ষিণ সুনামগঞ্জ থানায় যোগদানের পর থেকেই আন্ত:জেলা ডাকাত গ্রেপ্তার জঙ্গি, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহসহ অপরাধ দমনে সুনামগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাদের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। দক্ষিণ সুনামগঞ্জে এখন মাধকদ্রব্যের গ্রহন ও মাধকাসক্ত নেই বললেই চলে তা প্রতিরোধ তথা সবকিছুই সম্ভব হয়েছে উনার সফল নেতৃত্বে। উনি দক্ষিণ সুনামগঞ্জ থানায় যোগদান করার পর থেকেই ডাকাত, চুরাকারবারী সব কিছু তার সাহসিকতা ও অদম্য প্রচেষ্টার মাধ্যমে দমন করেছেন। যে দক্ষিণ সুনামগঞ্জ প্রতিদিন ঘুম থেকে উঠলেই শুনা যেতো গরু চুরির ঘটনা এখন এই থানায় গরু চুরের কোন উপদ্রব নেই ববললেই চলে। যে থানায় আগে মাসে ২৫-২৬টি মামলা হত এখন এই থানায় মাসে ৫-৬ টি মামলা হয় তাও আবার হাইওয়ে মামলা এক কথায় মামলা হয়না বললেই চলে। আর এসব কিছু সম্ভব হয়েছে একমাত্র ওসি ইখতিয়ার উদ্দিনের সফল নেতৃত্বে। এদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানার সাধারণ মানুষ সৎ ও দক্ষ এ পুলিশ কর্মকর্তার পুলিশি সেবায় যেমনি মুগ্ধ হয়েছে তেমনি পুলিশের প্রতি আস্থাও ফিরে পেয়েছেন। ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী তার সততা ও কর্ম দক্ষতার ফলশ্রুতিতে তিনি পেয়েছেন অনেক অনেক সম্মাননা। তিনি দক্ষিণ সুনামগঞ্জ থানায় ডাকাতি মামলার আসামিদের দেশিয় অস্ত্র ও পাইপগান সহ গ্রেপ্তার করায়, ডাকাতদের হাতে নাতে ধরার নৈপুণ্যর জন্য এবং ডাকাতি মামলার আসামীদের গ্রেপ্তার ও লুন্টিত মালামাল উদ্ধারেে নৈপুণ্যর জন্য তিনি পেয়েছেন তিনটি স্বীকৃতি পুরস্কার। এই মানুষটি সবসময় মানুষের সাথে হাসি খুশিতে কথা বলেন, মানুষ এর সাথে মিশে তাদের সমস্যার কথা শুনেন, সবাই উনার সাথে ওপেনলি কথা বলতে পারেন। উনার ব্যবহারে সবাই মুগ্ধ সবাই উনার প্রশংসায় পঞ্চমুখ। এ -ব্যাপারে জানতে গেলে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি দক্ষিণ সুনামগঞ্জ ২৪ ডটকমকে বলেন, আমরা সবসময় আইনের কার্যক্রম অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে পুলিশি সেবা ও অপরাধ দমন করাই আমাদের কর্তব্য। আমরা জনগণের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছি। এই দক্ষিণ সুনামগঞ্জের মানুষ খুবই আন্তরিক। আমাদেরকে তারা বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন। এই থানায় যোগদান করার পর থেকে আমি আমার সহকর্মীদের নিয়ে ১৬-১৭ জন চিহ্নিত ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই থানার মানুষ অপরাধের ব্যপারে অনেক সোচ্ছার ও প্রতিবাদী। সবচেয়ে বড় কথা এই এলাকাটা একজন সৎ ও সজ্জন প্রতিমন্ত্রীর এলাকা, প্রতিমন্ত্রী স্যার খুবই আন্তরিক। তিনি আরও বলেন, এম এ মান্নন স্যার আমাকে সব সময় বলেন, আমার এলাকায় কোন অসহায় মানুষ যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়। কাউকে যেন বিনা কারনে হয়রানি না করা হয়, আর সেভাবেই কাজ করে যাচ্ছি সেবাই আমাদের ধর্ম, আর আমরা যে আইনি সহায়তা দিচ্ছি সবসময় তা দিয়ে যাব ইনশাআল্লাহ। অপরাধ দমনে পুলিশি সেবার পাশাপাশি আমরা সর্বক্ষণ সবার সহযোগীতা প্রত্যাশা করছি।