নিজস্ব প্রতিবেদক ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কাজী সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলার জয়কলস ইউনয়নের বিবাহ ও তালাক রেজিষ্ট্রার অফিস শান্তিগঞ্জ বাজার কার্যালয়ে উপজেলা সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলীর সভাপতিত্বে, জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো: জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা সমিতির অর্থ সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম, সদস্য কাজী মাওলানা আব্দুল আলী, কাজী মাওলানা মাশুক আহমদ, কাজী মাওলানা মফিদুর রহমান সহ প্রমূখ।
সভায় নেতৃবৃন্দরা বলেন বাল্য বিবাহের প্রবনতা রোধে সবাইকে একজোটে কাজ করলে শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব ও আমরা যে যেখানে রয়েছি এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে । পাশা-পাশি নেতৃবৃন্দরা বলেন দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের আব্দুল বাছের মিয়ার মেঝো ছেলে ৫ বছরের শিশু তুহিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় ।