স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হিজল বাড়িতে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ মিয়া, পুর্ব পাগলা ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক, পুর্ব বীরগাও ইউনিয়ন চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, সাবেক চেয়ারম্যান রফিক খান, মোস্তফা মিয়া, জগলুল হায়দার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছত সুজন, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদূর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগ সদস্য মাসুক মিয়া, পুর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিদুর রহমান মধু, ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক নুর হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি রিপন তালুকদার, জুবেল মিয়া, রাজা মিয়া, সাবেক আহবায়ক সেলিম রেজা,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, যুবলীগ নেতা মাহবুব রুবেল, এডভোকেট নুর আলম, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক গনি ভান্ডারী, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, সুুুুরুক মিয়াা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, নাইম আহমদ সান সহ প্রমুখ। মতবিনিময় সভার পর সর্বসম্মতিক্রমে প্রভাষক নুর হোসেনকে আওয়ামীলীগ সমর্থিত একক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।