নোহান আরেফিন নেওয়াজঃ দক্ষিণ সুনামগঞ্জ প্রাণঘাতি করোনা ভাইরাসে গৃহবন্ধী হওয়া বেকার ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পশ্চিম পাগলা ইউপি বিএনপির সভাপতি শাহিন আহমদ।
রবিবার ১.৩০ ঘটিকায় শাহিন আহমদের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার পশ্চিম পাগলায় সামাজিক দুরত্ব বজায় রেখে ১২০ টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,আলু ও পেয়াজ।
খাদ্য সামগ্রী বিতরণকালে করোনা প্রতিরোধে জনসচেতনতামুলক বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, জাতির এমন ক্রান্তিকালে শাহিন আহমদের এমন উদ্যোগ প্রশংসনীয়। সমাজের অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা জনপ্রতিনিধি হিসেবে চেষ্টা করে যাচ্ছি মানুষকে সর্বোচ্চ সহযোগীতা করার। এসময় অসহায় মানুষদের সহায়তার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউপি সদস্য আলী আহমদ, ক্ষিতিশ দেবনাথ, রঞ্জিত সুত্রধর, বিএনপি নেতা ফয়াজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বদরুল আলম টিপু, যুবলীগ নেতা কামরুল ইসলাম, সেলিম আহমদ,
উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মতিউর রহমান, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, ব্যবসায়ী মাহবুব আলম, মলয় দেব, লিটন, সাবিজ মিয়া, ছাত্রলীগ নেতা রাজন পাল, আজাদ হোসেন, অপু পাল, জমির হোসেন, মুবিন সিদ্দিকী প্রমুখ।