প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টায় পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের উগারের (গোলার) তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হালিমা বেগম। কিছু সময় পর পরিবারের লোকজন হঠাৎ ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশের এস আই অভিজিৎ সিং ঘটনাস্থলে গিয়ে লাশের ছুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
তবে পুলিশ এখনো মৃত্যুর কোন কারণ জানতে পারেনি। তবে পারিবারিক কলহের জেরই এ মৃত্যুর কারণ হতে পারে বলে ধারনা করছেন অনেকেই।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো আমরা মৃত্যুর কোন কারণ জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্টের পরেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা!
এদিকে হঠাৎ করেই ১ মাসের নবজাতক শিশু সহ ৫ সন্তানের জননীর এমন অস্বাভাবিক মৃত্যুতে সন্তানাদি সহ পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।