রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে ৫৫০ জন কৃষকের মাঝে প্রণোদনা উপকরণ বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৩১৪ বার

নিজস্ব প্রতিবেদক ::  দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫শত ৫ জন কৃষকদের মাঝে ২০১৯-২০ অর্থ বছরে রবি মৌসুমে ভূট্রা, সরিষা ও সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ পূর্ববর্তী উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলনরানী তালুকদার।

 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক প্রমুখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার, সঞ্জিত চন্দ্র দাস, জুয়েল রানা, আবু তাহের ও রুহুল আমিন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ