মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৪৩ বার

স্টাফ রিপোর্টার :: সারা দেশে এখন আমেজ বিরাজ করছে উপজেলা নির্বাচনের। দেশের প্রতিটি উপজেলা আজ নির্বাচনী আমেজে পরিপূর্ণ।দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাও আমেজের ছোয়া নিয়ে মনোনয়ন জমাদানের শেষ দিনে অনেক প্রার্থীই নির্বাচন করার ইচ্ছাপোষন করে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু দলের নানা নিষেধাজ্ঞা থাকায় দলীয় প্রার্থীকে সমর্থন দিতে বাধ্য হয়েছেন তারা। উপজেলা জুড়ে নানা আলোচনা সমালোচনার পর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের ৩ বিদ্রোহী ও বিএনপির ১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আ.লীগের সদস্য রেজাউল আলম নিক্কু, উপজেলা যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন দোলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুকনুজ্জামান রুকন ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ- সভাপতি মো. আনছার উদ্দিন।

তবে কেন্দ্রীয় বিএনপির নির্দেশ অনুযায়ী বিএনপির অন্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেও দলের নানা হুমকি ধামকির পরও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে লড়াইয়ে থাকার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ