ছায়েদ হুসেন সবুজ,মাঠ থেকে ফিরে:
দক্ষিণ সুনামগঞ্জে ৩য় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে এলিভেন বুলেট শিবপুর
চ্যাম্পিয়ন। বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকায় ডুংরিয়া ৩য় ঘরুয়া ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় এলিভেন বুলেট শিবপুর বনাম পাথারিয়া ক্রিকেট ক্লাব। টস জিতে প্রথমে ব্যাট করে পাথারিয়ার ১৬ ওভারে ১১৭ রান সংগ্রহ করে। ১১৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে এলিভেন বুলেট শিবপুর তারা মাত্র ১৩ ওভারে বিজয় নিশ্চিত করে। এলিভেন বুলেটের অধিনায়ক কামরুল ইসলাম শিপন হাফ সেঞ্চুরি করেন। উক্ত খেলায় দুই দলের অনেক নামিদামি খেলোয়ার অংশগ্রহন করেন। খেলার পুরস্কার বিতরন করেন, বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এম,পি। উপস্থিত ছিলেন,দক্ষিন সুনামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন,দক্ষিন সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ,ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী তহুর আলী,সাধারন সম্পাদক আতাউর রহমান,অর্থ প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন,জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া,যুবলীগের সহ-সভাপতি নুর হোসেন,উপজেলা কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম মইনুল,আর উপস্থিত ছিলেন ঘরোয়া সুরমা যুব সংস্থার সহ-সভাপতি মোশারফ হোসেন,আবু সাইদ,ভানু চন্দ্র দাশ,জুনেদ মিয়া,আব্দুল মহিদ মেহরাব,শাহিনুর হোসেন,মিটু চক্রবর্তী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম,রুবেল আহমদ,লিমন,মাহবুব জায়েদ,এমরান হোসেন ও নাসিম আহমেদ প্রমুখ। খেলায় আম্পায়ার ছিলেন সুরমা যুব সংস্থার সভাপতি মনোয়ার হোসেন এবং জুবায়ের আহমদ।