শুক্রবার(২৭) মার্চ করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন এ তথ্য জানান।
হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত জীবনে ফিরে যাওয়া ওই ২৪ জন ইতালিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাড়ি এসেছিলেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৬ জন।
ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জসিম উদ্দিন বলেন , হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার পর তাদের মধ্যে করোনার লক্ষণ না থাকায় ২৪ জনকে স্বাভাবিক জীবনে ফেরার অনুমতি দেয়া হয়েছে। আমরা করোনা রুখতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ একসাথে কাজ করছি। করোনা মোকাবেলায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে।