নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গুরুপূর্ণ কয়েকটি হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন বাংলাদেশ ছাত্রজমিয়তের কেন্দ্রীয় দায়ীত্বশীল ও দক্ষিণ সুনামগঞ্জের টাইলা গ্রামের বাসিন্দা, বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলামের ছোট ভাই , ছাত্র নেতা মো.নাজমুল ইসলাম । আজ রবিবার খাইহাওর রাঙ্গামাটিয়া সিফত খালীর এসব বাঁধ পরিদর্শন করেন তিনি। ছাত্রনেতা মো.নাজমুল ইসলাম বাঁধ পরিদর্শন কালে বলেন, সুনামগঞ্জের প্রধান সম্পদ হচ্ছে ধান, যা বাংলাদেশ নয় বিশ্বের দরবারে পরিচিত। আর এই বাঁধ নিয়ে যারা দূর্নীতি করে হাওর পাড়ের মানুষের পেঠে লাতি মারবে, ইহা কখনও সহ্য করা যাবেনা । আমরা দূর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্ছার।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. নাইম তালুকদার, ইউপি সদস্য ছাইদুর রহমান,ইকবাল হুসেন, কৃষক ইরাত আলী, মহিবুর,খাইরুল প্রমুখ।