স্টাফ রিপোর্টার,ছায়াদ হুসেন সবুজ:
দক্ষিণ সুনামগঞ্জে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার শান্তিগঞ্জ বাজার অস্হায়ী কার্যালয়ে উপজেলা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক ও সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উপজেলা কমিটির সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার এর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য সংবাদকর্মী মোঃ আবু সঈদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব ওবায়দুল হক মিলন,উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জিয়া উদ্দিন, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, নির্বাহী সদস্য ও সাবেক ইউ পি সদস্য আব্দুর রহমান, সংবাদকর্মী মোঃ শহীদ মিয়া, সমাজসেবক শেখ ফয়জুল ইসলাম, ছাদিকুর রহমান ছালিক, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ এর উপজেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ইসলাম মিলন, উদীচী শিল্পগোষ্ঠী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দলিল লিখক ছাদিকুর রহমান আতিক, সুজন’র সদস্য আবিদ উদ্দিন। এ সময় আরও উপস্হিত ছিলেন উপজেলা কমিটির নির্বাহী সদস্য বীরেন্দ্র দাশ,তেরাব আলী,খোকন সহ প্রমুখ। বক্তারা কৃষকদের উন্নয়নের স্বার্থে সবাইকে আরো গতিশীল হওয়ার আহবান জানান।