মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সহকারীসহ করোনা আক্রান্ত ৪ জন, কর্মকর্তাসহ ৭ জন হোম কোয়ারেন্টাইনে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪৪৭ বার

স্টাফ রিপোর্টার::দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিনের সহকারী সহ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন৷ এনিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৮ জন।

মঙ্গলবার (০৫ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের শরীরের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ আসে।

জানা যায়, আক্রান্তদের দুজন করোনা আক্রান্ত সেই পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের মিজানুর রহমানের আপন ভাই (১৮) ও বোন (১৬) অপরজন একই গ্রামের বরিশাল ফেরত যুবক (১৭)।

এদিকে স্বাস্থ্য কর্মকর্তা সহকারী করোনা আক্রান্ত হওয়ায় এবং আক্রান্তদের সংস্পর্শে থাকায় স্বাস্থ্য কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের ৭ জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

এ ব্যাপারে কথা মুঠোফোনে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, আপাতত নতুন করে করোনায় আক্রান্তদের তাদের নিজের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তী হাসপাতালে নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ