দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির সার্বিক নির্দেশনায় ও ২০১৭-২০১৮ সনে
দুর্যোগ ব্যাপস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৮টি ইউনিয়নে ৮৫ লক্ষ ৯৪ হাজার ৬৯৭ টাকা ব্যায়ে কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাস্থ শান্তিগঞ্জ বাজার সংলগ্ন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের হিজল বাড়িতে সোলার প্যানেল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের পক্ষ থেকে সোলার প্যানেল বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ তালুকদার, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, যুবলীগ নেতা মতিউর রহমান, গ্রীন হাউজিং এনার্জী লি. এর সিলেট ডিভিশনের ডিএম মো. ইসলাম উদ্দিন, উপজেলা তরিকত ফেডারেশনের সভাপতি আব্দুল গনি ভান্ডারী সহ প্রমুখ।