নিজস্ব প্রতিবেদক,ছায়াদ হোসেন সবুজ:: দক্ষিণ সুনামগঞ্জে হাওরপারের বোরো চাষীদের মুখে এখন মুক্তা ঝরা হাসি। টানা গত ৩ বছর শিলাবৃষ্টি ও অকাল বন্যায় ফসল হারানো দিশেহারা কৃষকের মূখে এবার হাসির ঝলক ফুটেছে অতীতের দুর্যোগে বোরোধান তলিয়ে যাওয়ার সব দুঃখ কষ্টভুলে তারা গোলায় ধান তোলার কাজে ব্যস্ত সময় পার করার পর সফল ভাবে ধান গোলায় তুলতে সক্ষম হয়েছেন। এখন ধান কাটা শেষ সবার গোলায় ধান হাসি খুশিতে আত্মহারা প্রতিটি কৃষক পরিবার ।জানা গেছে, গত বছর দক্ষিণ সুনামগঞ্জ হাওরপারের অংশে কয়েক হাজার হেক্টরে বোরে ধানের চাষ করা হয়। উপজেলার, জয়কলস,পূর্ব পাগলা, পশ্চিম পাগলা,পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও, পাথারিয়া,শিমুলবাক,দরগাপাশা এই ৮ টি ইউনিয়নের কৃষকের প্রধান ফসল বোরো ধান। এধানের ফলনের ওপরই সারা বছরের জীবন-জীবিকা নির্ভরশীল। কিন্তু গত বছর ধানের শিষ বেরুনোর আগেই মার্চ মাসের শেষ সপ্তাহের দিকে ভারী বর্ষন ও শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হওয়ায় একের পর এক বোরো ধানের ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষক পরিবারে শুরু হয় শোকের মাতম। এর আগের বছর আকস্মিক বন্যায় হাজার হাজার হেক্টরের পাকা বোরো ধান তলিয়ে যায়। পর পর টানা ৩ বছর ফসল হারিয়ে দিশেহারা কৃষক এবার বৃষ্টি-বাদলসহ নানা প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক নিয়েই বোরো ধান কাটা শুরু করেছেন। অনুকুল আবহাওয়ার কারণে এবার বোরোর ফলনও ভাল হয়েছে।এবং সবাই গোলায় ধান তুলতে পারায় কৃষকের মুখে এখন সোনা ঝরা হাসি।বাকি বছর গুলোর বেদনা কাটাতে তারা সক্ষম হবেন মনে করছেন কৃষক পরিবার।