শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯৬ বার

স্টাফ রিপোর্টার, এন.এ নাহিদ- দক্ষিণ সুনামগঞ্জে ঐতিহ্যবাহী সংগঠন সোনার বাংলা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা রনসী’র উদ্যোগে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী মাদ্রাসা প্রাঙ্গণে এ বাংলা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংস্থার সভাপতি মাওলানা মুহা. আলী খাঁন’র সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা জনাব মো: শরিফ খান, জনাব মো: এনামুল কবির, জনাব মো: সিরাজ খান।
আরও উপস্থিত ছিলেন- রনসী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনিতিবিদ, সমাজ সেবক ও লন্ডন প্রবাসী জনাব আব্দুস সালাম, বিশিষ্ট সমাজ সেবক ও দুবাই প্রবাসী জনাব মো: সুহেল খান, বালাগঞ্জ সরকারী কলেজের প্রভাষক জনাব অপু আলম রেজা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সংস্থার সদস্যবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগিতায় ক/খ বিভাগে ১ম, ২য়, ৩য়, স্থান অর্জন করেন ৬ জন শিক্ষার্থী । (ক) বিভাগ থেকে ১ম স্থান অর্জন করেন চিকারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রী নাহিদা আক্তার, ২য় স্থান অর্জন করেন রনসী সরকারি প্রাথমিক বিদালয় ৫ম শ্রেণির ছাত্রী নুহা আক্তার আলিমা, ৩য় স্থান অর্জন করেন রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণির ছাত্র তাহমিদ খান তামিম, (খ) বিভাগ থেকে ১ম স্থান অর্জন করেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ৭ম শ্রেণির ছাত্রী নার্গিস আক্তার, ২য় স্থান অর্জন করেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী শারমিনা আক্তার, ৩য় স্থান অর্জন করেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ৭ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার রিয়া। এরপর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও দোয়ার মধ্যিদিয়ে সমাপ্ত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ