রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে সাংবাদিকসহ করোনার টিকা নিলেন আরও ১৪০ জন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৬ বার

স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ সুনামগঞ্জে অষ্টম দিনে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিলেন সাংবাদিকসহ আরও ১৪০ জন করোনার ভ্যাকসিন (টিকা) নিয়েছেন। এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মোট ৯০০ জন টিকাগ্রহণ করলেন। এরমধ্যে পুরুষ ৬৩৮ এবং নারী ২৬২ জন।

 

সোমবার(১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত টিকা নিতে আসা মানুষের ভীড় ছিল পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে৷ এরই ধারাবাহিকতায় সকাল ১১ টায় টিকা গ্রহন করেছেন জাতীয় দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি সামিউল কবির ও দৈনিক শুভ প্রতিদিন ও হাওরাঞ্চলের উপজেলা প্রতিনিধি ছায়াদ হোসেন সবুজ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, সাংবাদিক এম এ কাশেম চৌধুরী উপস্থিত ছিলেন।

ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, আগের চেয়ে এখন টিকা নিয়ে আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নিচ্ছেন। এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। তাই করোনা ভাইরাস প্রতিরোধে রেজিষ্ট্রেশন করে টিকা নেয়ার আহবান জানাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ