সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে সমবায়ীদের নিয়ে গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৪৪ বার

স্টাফ রিপোর্টার: জেলার দক্ষিণ সুনামগঞ্জে সমবায় কার্যক্রমে গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এবং সেবা প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে বিশিষ্ট সমবায়ীদের নিয়ে গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেয়ার সম্মেলন কক্ষে, জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাসুদ আহমদের সভাপতিত্বে ও বিশিষ্ট সমবায়ী, স্বদেশ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের নূর হোসেন, উজানীগাও সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি রফিক উদ্দিন,গাগলী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক জুবেল আহমদ, ইনাতনগর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান, ডুংরিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, আস্তমা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন,মাহমদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আবিদ উদ্দিন, আক্তাপাড়া গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মহিম, আমরিয়া গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কামরুপদলং গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আতাউর রহমান, সদরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আমিন উদ্দিন সহ উপজেলার বিভিন্ন গ্রাম উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ