নিজস্ব প্রতিবেদক :: জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গনে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতিমান লেখকদের উপন্যাস-গল্পের বই-রম্যরচনা-ভ্রমনকাহিনী-কবিতার বই-প্রবন্ধের বই-নাটকের বই-জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম-দর্শন-বিজ্ঞান-সায়েন্স ফিকশন-সমালোচনা- অনুবাদসহ মননশীল সব ধরনের বইয়ের সমহার নিয়ে আগামীকাল ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার হতে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হচ্ছে।
এব্যাপারে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মোঃ আব্দুল মালেক জানান বই মেলা প্রতিদিন দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে । মেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনীর বই থাকবে। যারা বই পড়তে, কিনতে পছন্দ করেন, সারাবছর বইমেলার অপেক্ষায় থাকেন তাদের সুবিধার্থে এই বইমেলার আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।