স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় শবে বরাতের রাতে হঠাৎ করে রহমতের বৃষ্টিতে নেমেছে,
বৃষ্টি দেখে জনমনে স্বস্তি নেমে এসেছে। এতে করে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন মানুষজন।
কৃষক বক্কর মিয়া ‘দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডটকম’ কে বলেন আজ পবিত্র শবে বরাতের রাত, পবিত্র এই রাতে আল্লাহর কাছে কোটি কোটি মুসলমানের মোনাজাত ও চোঁখের পানি আল্লাহপাকের দরবারে কবুল হয়েছে তাই এই রাতেই রহমতের বৃষ্টি দেখা গেছে। এতে এক পশলা বৃষ্টি দেওয়াতে আমাদের বোরো ধানের অনেক উপকার হয়েছে। বৃষ্টির কারণে ধুলাবালি থেকেও মিলেছে নিস্তার।
সোমবার দিবাগত রাত দেড়টা থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। এরপর রাত ২ টায় মেঘের গর্জনের পর শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে মানুষের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে।
এদিকে, দেশের ওপর দিয়ে তিন দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এমন পূর্বাভাস আগেই দিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর।
তাই বৃষ্টি হতেই পারে এমন বার্তা দিলেও এই বৃষ্টি যে ঝড়ে রূপ নেবে তা হয়তো কেউ ভাবতেই পারেননি।
জানা যায়, হঠাৎ করে ঝড়ের কারণে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।