বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৮৯ বার
স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের ডাকা কঠোর লকডাউন কার্যকর করতে  প্রচারাভিযান পরিচালনা করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান।
সোমবার(২৮ জুন) বিকাল ৪টায় উপজেলার পাগলা বাজারে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ ছাড়াও সোমবার দিনব্যাপী লকডাউন মানতে সমস্ত উপজেলায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
এ ব্যাপারে ইউএনও মো. আনোয়ার উজ জামান বলেন, করোনা সংকট মোকাবিলায় সরকারি নির্দেশ মানা খুবই জরুরি। এ সম্পর্কে মানুষ খুব একটা সচেতন নন। তাদেরকে সচেতন করতে আমরা সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছি। আজ মানুষকে সচেতন করতে পাগলা বাজারে অভিযান করেছি। সতর্ক করে দিয়েছি। যাদের দোকানপাট খোলা ছিলো তাদের দোকান বন্ধ করতে বলেছি। সরকারি নির্দেশ না মানলে আমরা কঠোর হবো। সবাইকে সচেতন হওয়ার আহ্বান করছি। করোনা সংক্রমণ ঠেকাতে সকলের সহযোগিতাও কামনা করছি।
এসময় দক্ষিণ সুনামগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ