নিজস্ব প্রতিবেদক,ছায়াদ হোসেন সবুজ: হাওরকন্যা সুনামগঞ্জের প্রধান সম্পদ ধান। ধান ঠিকমতো গোলায় তুলতে পারলেই আনন্দের সীমা থাকেনা এই অঞ্চলের মানুষের। কৃষিই এই দেশের প্রধান চালিকাশক্তি, কৃষি চারা দেশের উন্নয়ন কল্পনা করা যায়না, তারই ধারাবাহিকতায় গত বছর অকাল বন্যার ফলে অনেক রাইছ মিল বন্ধ তথা বড় ধরনের লোকসানে ছিল। কিন্তু গত এক বছর বেদনার পর আবারো তাদের মুখে সেই মায়াবি হাসি ফুটলো। ছোট বড় মিলিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় রাইছ মিলের সংখ্যা হবে ৩৫ টি। এদিকে জানা যায় উপজেলা সংলগ্ন ডুংরিয়া গ্রামের ৪ টি মিলের প্রত্যেকটিই বন্ধ ছিল। ধানের অভাবে বড় ধরনের লোকসানে ছিলেন তারা। ডুংরিয়া গ্রামের শাহজালাল অটো রাইছ মিলের মালিক জসিম উদ্দিন জানান, গত বছর আমি খুব সমস্যার মধ্যে পড়েছিলাম। আমার রাইছ মিল ধানের অভাবে বন্ধ ছিল প্রায়। আমি দিশেহারা হয়ে পড়েছিলাম, আল্লার রহমতে এবার সেই লোকসান কাটানোর চেষ্টা করছি। রাইছ মিল মালিক, আব্দুর রউফ বটু মিয়া দক্ষণ সুনামগঞ্জ২৪ ডটকমকে জানান, গত বছরের বন্যার পর আমি প্রায় অনেক টাকার লোকসানে পড়েছিলাম। আমার মিল প্রায় এক বছর বন্ধ ছিল, কিন্তু এ বছর আমার মিলে আবার ধান আসছে, এখন মানুষের মুখে হাসি, আশা করছি এবার ব্যবসা ভালই হবে। আসলেই দেশে যদি কৃষক বাঁচে বাংলাদেশ বাঁচে তারই প্রমান মিললো এই রাইছ মিল মালিকদের মুখে।