সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ২২৮ বার

স্টাফ রিপোর্টার:: সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহ¯পতিবার সকাল ১০ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। শোক র‌্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বজলুর রহমান, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মো: নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইজহারুজ্জামান, মহিলা বিষয়ক ট্রেইনার হাফিজা আক্তার মনি ও ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখে আব্দুল কলেজের শিক্ষার্থী এনামুল হক এনাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসীম উদ্দীন, উপজেলা প্রাণী স¤পদ কর্মকতা ডাঃ মানসুরুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার আহমেদ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, হ্যাচারী কর্মকর্তা অশোক কুমার, মেডিকেল অফিসার ডাঃ তানভীর আফসারী, একটি বাড়ী একটি খামার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, এসআই আলা উদ্দীন, এসআই আনোয়ার হোসেন, এসআই জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক আবাব মিয়া, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণী ভান্ডারী, আব্দুল আব্দুল মজিদ কলেজের প্রভাষক নীহার রঞ্জন তালুকদার, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, পুর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, পুর্ব বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর কালাম প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য জান্নাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।

আলোচনা সভার পরবর্তীতে শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ