স্টাফ রিপোর্টার::
বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি আদেশ অমান্য করে স্বাস্থ্য বিধি না মেনে দোকান খোলায় ও মাস্ক না পড়ায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে পথচারী, ফার্মেসী ও অটো রাইসমিলে দন্ড বিধি ২৬৯ ধারা মতে ১৫ হাজার টাকা জরিমানা ও ৩টি মামলা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(১৮ জুন) বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মীর নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী উপজেলার পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজার তদারকি করেন এবং ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে সচেতনতামূূূলক প্রচার ও দিক নির্দশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ ও থানার এ এস আই সমীরন চন্দ্র দেব সহ পুলিশ ফোর্স।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী বলেন, জনসাধারণকে জরিমানা করা উদ্দেশ্য নয়, তবে স্বাস্থ্যবিধি পালন করার জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।