স্টাফ রিপোর্টার, আবু সঈদ:: দক্ষিণ সুনামগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মানবাধিকারকর্মী ও সুজন পরিবারের সদস্য দোলন রাণী তালুকদার। নবনির্বাচিত দোলন রাণী তালুকদার “হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ”(মানবাধিকার) এর সুনামগঞ্জ জেলা কমিটি ও সুজন-সুশাসনেনর জন্য নাগরিক এর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির মহিলা সম্পাদিকা। তাছাড়া তিনি পেশাগত জীবনে বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষীকা।
সারা দেশে অনুষ্টিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের ধারাবাহিকতায় গতকাল ১০ ই মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ১ম দিনে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ন্যায় দক্ষিণ সুনামগঞ্জে ও অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। রবিবার সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে দিনব্যাপী সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়। গণনা পর্ব শেষে সন্ধ্যা রাতে উপজেলা কন্ট্রোলরুমে নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করেন সহকারী রিটানিং ও উপজেলা নির্বাচন অফিসার। দোলন রাণী তালুকদার উপজেলার ৫৫ টি ভোটকেন্দ্রে মোট ১৯৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোছাঃ রফিকা মহির ফুটবল প্রতীকে পেয়েছেন ১৬৫২৫ ভোট। তিনি নিকটতম প্রতিদ্বন্ধী হতে ৩২১৫ ভোট বেশী পেয়ে নির্বাচিত হন। অন্য দু’জন প্রার্থী সদ্য বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম পেয়েছেন ১০৬৭৫ ভোট এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদিকা এডভোকেট হেলিনা আক্তার পেয়েছেন ৯০৯৭ ভোট।