মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে মর্নিং বার্ড কিন্ডার গার্ডেনের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ২৮৬ বার

এন এ নাহিদ,স্টাফ রিপোর্টার :– দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলার স্বনামধন্য মর্নিং বার্ড কিন্ডার গার্ডেন এর সমাপনী -২০১৮ইং সনের পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  বৃহস্পতিবার দুপুর ০২:০০ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মর্নিং বার্ড কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা রাবেয়া বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নোহান আরেফিন নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহমুদুল ইসলাম লালন। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিষয়ভিত্তিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুল ইসলাম লালন।

শিক্ষক/শিক্ষিকার মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নোহান আরেফিন নেওয়াজ, সহকারী শিক্ষিকা ফারজানা আক্তার প্রমুখ।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, “আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ”। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা-মাতার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত হয়ে ক্ষুধা ও দারিদ্রতামুক্ত সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ভুমিকা রাখতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা সুপ্তা রানী নাথ, পিংকি দেবনাথ,ঝুমা বেগম,সোনিয়া আক্তার, এমরানা বেগম, প্রমুখ।

পরে  শিক্ষকগণের উদ্যােগে বিদায়ী  শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ