সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার সেমিনার ও প্রেস ব্রিফিং 

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৭ বার
নিজস্ব প্রতিবেদক:: 
“দক্ষ হয়ে বিদেশে গেলে, অর্থ সম্মান দুই মিলে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অভিবাসন প্রক্রিয়া প্রসারিত সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার সেমিনার ও প্রেস ব্রিফিং সুনামগঞ্জ পিটিসি কলেজের অধ্যক্ষ  আব্দুর রবের প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতা ও অর্থায়নে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার,  জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, আনসার বিডিপি কর্মকর্তা নিলুফা চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, পাগলা সরকারী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দীন, জয়কসল উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, এসআই মনির , দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ,  সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য জামিউল ইসলাম তুরান, ছায়াদ হোসেন সবুজ সহ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ