মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে বেগম রোকেয়া দিবসে জয়ীতাদের সংবর্ধনা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩১৯ বার

নিজস্ব প্রতিবেদক::  

“কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবে পাড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে ‘”জয়িতা অন্মেষণে বাংলাদেশ ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তর,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, অর্থনৈতিকভাবে সফল নারী শিউলী দেবী

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, আনসার বিডিপি কর্মকর্তা নিলুফা চৌধুরী, শিক্ষিকা রুবিনা রুবীসহ মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থীরাসহ আরও অনেকে।

আলোচনা সভার পরবর্তীতে সকল বাধা বিপত্তি অতিক্রম করে সফলতা অর্জন করায় ৫ জয়ীতার হাতে সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ