বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে কৃষকদের গড়ে উঠা স্বপ্ন!

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৫০৫ বার

স্টাফ রিপোর্টার, ছায়াদ হোসেন সবুজ:: এক সপ্তাহ যাবত চলতে থাকা ভারি বর্ষণে কৃষকের ঘরে উঠা সপ্ন বৃষ্টির সাথে ধুয়ে যাচ্ছে। টানা বৃষ্টিতে চারিদিকে কৃষকরা এখন দিশেহারা। একদিকে হাওরে পাকা ধান অন্য দিকে করুন বৃষ্টি। সাথে রয়েছে এখনকার সময়ের মানুষের মনকে আতংকিত করা বজ্রপাতের ভয়াবহ আতংক। সব মিলিয়ে দিশেহারা হয়ে আছে হাওরপারের মানুষ। খোজ নিয়ে দেখা যায় এই খারাপ আবহাওয়া ও ভারি বর্ষণের কারনে পাকা ধান জমিতে পরে রয়েছে, তা কাটা সম্ভব হচ্ছেনা, এতো দিনের টানা বৃষ্টির কারনে জমিতে ডুবা লেগে গেছে, হাওরের রাস্থাঘাট বেহাল আকার ধারন করেছে। দক্ষিণ সুনামগঞ্জে বীরগাঁও গ্রামের কৃষক শাহরুল মিয়া বলেন, আল্লাহ্‌র রহমতে ধান কাটা প্রায় শেষ হয়ার পথে। কিন্তু ধান কাটা শেষ হলেও তা শুকানো সম্ভব হচ্ছেনা। মারাই করা ধান এতদিন যাবৎ খলায় থাকতে থাকতে ধানে ফুল গজিয়েছে স্থানীয় ভাষায় যাকে (গ্যারা) বলে। শোনা যাচ্ছে অনেকের ধানে পচন ধরেছে। এভাবে চলতে থাকলে ধান নষ্ট হয়ে খাওয়ার অনুপযোগী হয়ে পড়বে। আমাদের হাওরের প্রায় ৯০% ধান কাটা শেষ যদিও আরো ৫-৬ দিন ভাল আবহাওয়া পাওয়া যায় তাহলে ধান কাটা পুরুদমে শেষ হয়ে যাবে। এদিকে টানা বৃষ্টির কারনে সবকিছুতেই পরিবর্তন দেখা দিয়েছে। রাস্থা ঘাট কদাকার হয়ে পরেছে।চারিদিকে বজ্রপাত নামক মহামারী আতংক বিরাজ করছে। প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। মানুষ এখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে দিতে ভয় পাচ্ছন। ব্যবসায়ীদের ব্যবসায় লোকসানের আভাস আসছে,গাড়ী চালকদেরো এখই অবস্থা। কখন এই বৃষ্টি নামক এই মহামারী থেকে মুক্তি মিলবে সবাই অপেক্ষার প্রহর গুনছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ