স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিল ব্যবহারকারী সংগঠনের ২৫৯ জন সদস্যদের মাঝে ৯ লক্ষ ৫৯ হাজার ৫০০শত টাকার লভ্যাংশ বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ আগস্ট) দুপুরে হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প (HFMLIP) এর আয়োজনে উপজেলার পাথারিয়া ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিনের সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়ক কবিরুল ইসলাম, ইউপি সদস্য রুশন আলী।
এসময় উপস্থিত ছিলেন, ট্রেনিং কো-অর্ডিনেটর কাজী গোলাম মাওলা, বিষয়বস্তু বিশেষজ্ঞ(মৎস্য) হাবিবুল্লাহ রহমান, সোস্যাল অর্গানাইজার (মৎস্য) মোঃ ফারুক হোসেন, এলসিএস অর্গানাইজার গোপাল চন্দ্র তালুকদার ও উপজেলা ছাত্রলীগ নেতা নিতাই দাসসহ উপকারীভোগীরা।