সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে বিল ব্যবহারকারীদের মাঝে লভ্যাংশ বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৫৯৬ বার

স্টাফ রিপোর্টার:: জেলার দক্ষিণ সুনামগঞ্জে হাওরাঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জাতীয় জীবনমান উন্নয়ন প্রকল্প এলজিইডি দক্ষিণ সুনামগঞ্জের আয়োজনে বাগুয়া, দিঘা, মাটিয়া ও চাপড়া বিল ব্যবহারকারী সংগঠনের সদস্যদের মাঝে লভাংশ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখাড়া গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রকল্প সমন্বয়কারী ভুদেব চন্দ্র রায়ের সভাপতিত্বে ও জেলা ফিল্ড সুপার ভাইজার মো:মেহেদি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মনিটরিং এন্ড ইভালুয়েশন কর্মকর্তা মো: হাবিবুর রহমান,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, উপজেলা এসএম ফিস কর্মকর্তা মো: হাবিবুল্লা রহমান সহ প্রমুখ।

উক্ত সভায় বিল ব্যবহারকারী সংগঠনের ৪৩ জন সদস্যদের মধ্যে ২ হাজার ৩ শত টাকা করে লভ্যাংশ বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ